টাঙ্গাইল প্রেসক্লাবে ”দৈনিক টাঙ্গাইল সমাচার“এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১৬মে) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদকের ছেলে মো: মাহতাব হক আদিব।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক টাঙ্গাইল সমাচার এর প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদুল হক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অতিথিদের ক্রেস্ট প্রদান, আলোচনা, কবিতা আবৃত্তি এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের চেয়ারপার্সন ড. ইউসুফ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সাহিত্য কন্ঠ এর সম্পাদক কবি আজাদ কামাল, সাপ্তাহিক সমাজচিত্রের সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মামুনুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এডভোকেট মালেক আদনান ও টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার আতিকুজ্জামান টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক টাঙ্গাইল সমাচার এর বার্তা সম্পাদক মো: মোমিনুর রহমান (মোমিন)।