অসহায় বাউল শিল্পী সুকুমারের পাশে র্যাব ১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সোশ্যাল মিডিয়া কাঁপানো “বলব না গো, আর কোনদিন ভালবাসো তুমি মোরে” গানটির শিল্পী বাউল সুকুমার এর পাশে র্যাব -১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম। এই বাউল শিল্পীর অর্থকষ্টের কথা শুনে, মানবতাবাদী লে. কর্নেল খায়রুল ইসলাম তাকে দেখতে যান। সেই সাথে র্যাব ১২ এর পক্ষ থেকে উপহার ও অনুদান দিয়ে তাকে সহযোগিতা করেন। এই বাউল শিল্পীর বাড়ি বগুড়া জেলায়। প্রত্যেকে যদি এভাবেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তার চারপাশের মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবেই সাধারণ মানুষ উপকৃত হবে। আমাদের সমাজ সমৃদ্ধ হবে। ভালো কাজ অগ্রগামী সকলের প্রতি শুভকামনা রইল।
টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আাদায়ে পুরস্কার পেলো ৪৭ জন শিশু
টাঙ্গাইলে একটানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ৪৭ জন শিশু-কিশোর। শুক্রবার জুমার নামাজের পর শহরের কাগমারা শাহী জামে মসজিদে মো. সোলায়মান এর উদ্যোগে এ পুরষ্কার...